সিটি করপোরেশনের ২ লাখ ৬১ হাজার নাগরিককে করোনার টিকা প্রদান

2

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশনের ২ লাখ ৬১ হাজার ৫০ জনকে করোনার টিকা দেয়া হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯৬ জনকে। আর দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে মোট ৭০ হাজার ৯৫৪ জনকে।
৭ ফেব্রুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত এই পরিমাণ টিকা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদ হোসেন সুমন।
জানা যায়, সিলেটে করোনার টিকাদান শুরু হয় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। আর গণটিকার কার্যক্রম শুরু হয় ১৩ জুলাই। মহানগরীর ৯টি নতুন অস্থায়ী কেন্দ্রের সাথে স্থায়ী দুটো কেন্দ্র মিলিয়ে মোট ১১টি কেন্দ্রে টিকা দেয়া হয়। সিটি করপোরেশন এলাকায় মডার্নার প্রথম ডোজ দেয়া হয়েছে মোট ১ লাখ ২৩ হাজার ৬২৪ ও দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে মোট ১০ হাজার ৬৩২ জনকে। সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হয়েছে মোট ৪ হাজার ৯৩২ ও দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে মোট ৩ হাজার ৮১৯ জনকে। আর কোভিশিল্ডের প্রাথম ডোজ পেয়েছেন ৬১ হাজার ৫৪০ ও দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ৫৬ হাজার ৫০৩ জন। গণটিকা বন্ধ থাকলেও অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে বর্তমানে টিকাদান কার্যক্রম অব্যাহত বলেও জানান ডাক্তার জাহিদ হোসেন সুমন।