জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের বিশেষ প্রার্থনা সভা

4
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের বিশেষ প্রার্থনা।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির অবিসংবাদিত নেতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট রবিবার করের পাড়া শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস এর সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য সুদীপ দে এর পরিচালনায় প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম-সাধারণ সম্পাদক এটি. এম হাসান জেবুল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, উপ-দপ্তর অমিতাভ চক্রবর্ত্তী রনি, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাব্বির খান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, নজমুল ইসলাম নজু, ডাঃ অরুণ রতন মজুমদার, শেখ সোহেল আহমদ কবির, অপূর্ব কুমার রায়, অন্যান্য নেতৃবৃন্দ নিখিল দে, রিপন এষ চৌধুরী, নির্মল দে, সুধীন তালুকদার, জ্যোতিষ চক্রবর্ত্তী, ধনঞ্জয় দাস ধনু, মিঠুন দত্ত।
তাছাড়াও উপস্থিত ছিলেন সামন্ত ধর, আশীষ দে, অরিজিত রায়, লিটন পাল, রাহুল দেব, সুমন তালুকদার, সুমিত দে, সত্যজিত চক্রবর্ত্তী, শিবুসেন, বিদ্যা ভূষন চন্দ, নিতিশ রঞ্জন দাস, তপু রায়, অসীম পাল, নসু ভৌমিক, নয়ন রায়, সঞ্জয় পাশী সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি