১৯ দিন পর সিলেটের সড়কে গণপরিবহন

7

স্টাফ রিপোর্টার :
করোনা পরিস্থিতিতে টানা ১৯ দিনের সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকার পর সিলেটসহ সারাদেশে আবারও চালু হয়েছে গণপরিবহণ। বুধবার সকাল থেকে সব আসনে যাত্রী নিয়ে সড়কে চলাচল করছে বাস। দেশের বিভিন্ন রুটে এ চিত্র দেখা গেছে। পূর্ণ আসনে যাত্রী নেওয়ায় স্বাভাবিক ভাড়ায় যাত্রী সাধারণ চলাচল করতে পারছেন।
বুধবার সকালে সিলেট রেল স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনের টিকেট কাউন্টারে যাত্রীদের চাপ কম। কিছু সংখ্যক মানুষ ঢাকায় যেতে টিকেট করছেন। লকডাউনের পর প্রথম দিন এবং সকাল থেকেই বৃষ্টি থাকায় যাত্রীসংখ্যা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আস্তে আস্তে যাত্রীদের চাপ বাড়বে বলে তাদের ধারণা।
রেলস্টেশনের প্রবেশমুখে রেলওয়ে পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তারা যাত্রীদের টিকেট চেক করার পাশাপাশি মুখে মাস্ক আছে কিনা, সেটাও দেখছেন।