কানাইঘাট সড়কের বাজারে প্রযুক্তিলীগের আনন্দ মিছিলে হামলা ও অফিস ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

40

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জাতিসংঘে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় গত শনিবার কানাইঘাট সড়কের বাজারে আওয়ামী প্রযুক্তিলীগের আনন্দ মিছিলে হামলা ও সড়কের বাজারে অবস্থিত প্রযুক্তি লীগের কার্যালয় ভাংচুরের ঘটনায় কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত শনিবার রাতে ৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামী করে প্রযুক্তিলীগের দীঘিরপার ইউপি শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান (২২) বাদী হয়ে এ অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, অভিযোগে যাদের আসামী করা হয়েছে তারা স্থানীয় দীঘিরপার ইউপি যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় দীঘিরপার ইউপি প্রযুক্তিলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল শনিবার বিকেল ৪টায় স্থানীয় সড়কের বাজারে বের করা হয়। মিছিলটি বাজারের রাজমহল রেস্টুরেন্টের সামনে পৌঁছা মাত্র ৪০/৪৫ জনের একটি গ্র“প আনন্দ মিছিলের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় প্রযুক্তিলীগের কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলাকারীরা সড়কের বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে চড়াও হয়ে অফিসে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানানো ছবি ছিঁড়ে ও পুড়িয়ে ফেলে এবং অফিসের চেয়ার টেবিল সহ যাবতীয় মালামাল ভাংচুর করে সরকার বিরোধী মিছিল দিয়ে হামলকারীরা চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।