তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরবাসী, বৃষ্টিতে স্বস্তি

5

স্টাফ রিপোর্টার :
বাংলা মাসের হিসেবে শ্রাবণ মাস চললেও সিলেটে কয়েকদিন থেকেই দেখা মিলছিলো না বৃষ্টির। এমনিতে এ সময় শ্রাবনের অবিরাম জলধারায় সিক্ত হওয়ার কথা প্রকৃতির। কিন্তু তা না হয়ে ,বরং তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিলো নগরীর জনজীবন।
সারাদিন প্রখর রৌদ্রতাপের ফলে বয়ে যাচ্ছিলো অসহনীয় গরম। গরম থেকে রক্ষা পেতে মানুষের প্রার্থনা ছিলো বৃষ্টি। অবশেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনদিন অসহনীয় গরমের পর দেখা মিলো স্বস্তির বৃষ্টির।
সন্ধ্যার পর থেকে নগরীতে ও সিলেট শহরে ঝরেছে মুষলধারে বৃষ্টি। লকডাউনের কারণে মানুষজন এমনিতেই বাসা বাড়িতে বন্দি ছিলেন। এর উপর গরম ও বিদ্যুৎ বিভ্রাটে ঘরে থেকেও যেন শান্তি পাওয়া যাচ্ছিলো না। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা গরমে কষ্ট পাচ্ছিলেন সবচেয়ে বেশি। তবে সন্ধ্যার পরে হওয়া বৃষ্টির কারনে তাপমাত্রা কিছুটা ঠান্ডা হওয়ায় স্বস্তি ফিরেছেন সিলেটের জনজীবনে। অনেক কেই তখন বৃষ্টিতে ইচ্ছে করে ভিজতে দেখা গেছে।