করোনা ভাইরাসের দেড় লাখ ডোজ টিকা সিলেটে পৌঁছেছে

6

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসের টিকার দেড় লাখ ডোজ সিলেট নগরীতে পৌঁছেছে। গতকাল শুক্রবার এসব টিকা পৌঁছায়। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম ও মডার্নার টিকা রয়েছে। ফলে যাঁরা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাননি, তাঁরা এবার পাবেন। আজ শনিবার থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
গতকাল সকাল ১০টার দিকে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা পৌঁছায়। সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল এসব টিকা গ্রহণ করেন। পরে সেগুলো ইপিআই কোল্ড রুমে সংরক্ষণের জন্য পাঠানো হয়। সিভিল সার্জন বলেন, দেড় লাখ ডোজ টিকার মধ্যে যে টিকাগুলো এসেছে, তার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ২৮ হাজার ডোজ। এ ছাড়া সিনোফার্মের টিকা রয়েছে ২৮ হাজার এবং মর্ডানার টিকার ডোজ ৯৪ হাজার। সিভিল সার্জন বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা যাঁরা দ্বিতীয় ডোজ পাননি, তাঁদের এই টিকা দেওয়া হবে। পাশাপাশি সিনোফার্ম ও মর্ডানার টিকাও পৌঁছেছে।
এদিকে আজ সিলেটসহসহ সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা দেওয়া হবে। এ জন্য ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা।