সিলেটে দ্বিতীয় দফায় টিকাদানে সর্বোচ্চ রেকর্ড

2

স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগরীতে লকডাউনের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় চলছে করোনার টিকাদান কার্যক্রম। এবারের দ্বিতীয় দফার টিকাদানে গতকাল শনিবার সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকা দেওয়া হয়েছে।
জানা গেছে, শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও পুলিশ লাইন্স হাসপাতালে মোট ৩১শ’ ৯১ জন নিয়েছেন করোনার টিকা। তন্মমধ্যে ৩০৫১ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ (মডার্না)। আর ১৪০ জন নিয়েছেন সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, শনিবার সিলেট পুলিশ লাইন্স হাসপাতালে করোনার প্রথম ডোজ টিকা (মডার্না ) নিয়েছেন ৬৫০ জন। এরমধ্যে ৪৫১ জন পুরুষ ও ১৯৯ জন মহিলা।
এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ২৪শ’১ জন নিয়েছেন করোনার টিকা। তন্মধ্যে ১৫শ’১২ জন রয়েছেন পুরুষ ও মহিলা ৮৮৯। তারা সবাই নিয়েছেন আমেরিকার তৈরি মডার্নার টিকা। একই হাসপাতালে শনিবার করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন সিনোফার্মের ১৪০ জন। তন্মধ্যে পুরুষ ৬৯ জন ও মহিলা ৭১ জন রয়েছেন।