লিডিং ইউনিভার্সিটির নবীন শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

8

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির নবীন শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুলাই ২১২১) সন্ধ্যায় লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আই কিউ এ সি) এর উদ্যোগে চার দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণের ” Inaugural Session and Technical Sesson (Module-1) of IQAC Foundation Training” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং সন্মানিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা উপস্থিত ছিলেন।
লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আই কিউ এ সি) এর পরিচালক ড. মো. রেজাউল করিমের সমন্বয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই।
শিক্ষকদের একাডেমিক প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে ড. রাগীব আলী বলেন, শিক্ষার্থীদেরকে বাস্তব সম্মত শিক্ষা প্রদান এবং প্রদর্শন করতে পারে এমন জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে গড়ে তোলতে হবে। আর এ শিক্ষাক্রম উন্নয়নে প্রধান এবং মুখ্য ভূমিকা হলো শিক্ষকদের। তাদেরকেই দায়িত্ব নিয়ে ভবিষ্যত সুন্দর ও সঠিক শিক্ষায় শিক্ষিত জাতি গঠনে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্েেডপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইইই বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার খান। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সচিব মেজর (অব) শায়েখুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ, রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি