ছাতকে শ্রমিকদের মাঝে সরকারী খাদ্য সহায়তা বিতরণ

2
ছাতকে মাইক্রোবাস শ্রমিকদের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ করছেন স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে করোনা মহামারীর কারনে চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫০১ জন মাইক্রোবাস শ্রমিকের মাঝে সরকারী খাদ্য সহায়তা প্রদানের তালিকা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ছাতক মাইক্রেবাস সমিতির ১৪১ পরিবহন শ্রমিকের মাঝে সরকারী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী অরুন অধিকারীসহ উপকারভোগীরা লোকজন উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল তেল, লবণ, আটা, চিনি, লাচ্ছা সেমাই, মুড়ি ও সাবান। আগামী ১০ জুলাই গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গোবিন্দগঞ্জ মাইক্রোবাস সমিতির ১৬৬ জনকে, জাউয়া ইউনিয়ন পরিষদে জাউয়া মাইক্রোবাস সমিতির ১৫৪ জনকে এবং দোলারবাজার ইউনিয়ন পরিষদে দোলাবাজার মাইক্রোবাস সমিতির ৪০ জনকে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।