বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল ওয়াহাব খান (খোকা মিয়া) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

5

বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব আব্দুল ওয়াহাব খান খোকা মিয়ার স্মরণে বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়, বিবিদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ আবু দৌলত ও শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসা ও বিবিদইল একাডেমীর যৌথ উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের খান অডিটরিয়ামে ২৭ জুন রবিবার দুপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দিলোয়ার আলী খান রানার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।
স্মরণসভায় বক্তব্য রাখেন সালেহা নূর চৌধুরী একাডেমীর পরিচালক বিশিষ্ট রাজনীতিবিদ ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিবিদইল জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ ইউসুফ আলী, বিশিষ্ট মুরব্বী রুশন মিয়া, হাজী সোনাহর আলী, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, সহকারী প্রধান শিক্ষক জাহেদুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ কামারুজ্জামান খান ফয়ছল, আব্দুল কাদির খান কফিল, রোটারি ক্লাব অব সিলেট সিটি’র ভাইস প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফি, বিবিদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী বেগম, শিক্ষানুরাগী মজম্মিল আলী, আব্দুল বারী, মোঃ মনজ্জির আলী, প্রাক্তন শিক্ষক বীরেশ চন্দ্র দেব নাথ, সিনিয়র শিক্ষক শ্যামল দেব নাথ, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী নিকুঞ্জ কুমার নাথ, সংগঠক আরাফাত খান।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন শাহ আবু দৌলত ও শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কাদির। বিজ্ঞপ্তি