বালাগঞ্জে ফয়সল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

68

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফয়সল মিয়া হত্যাকান্ডের আড়াই মাস পর অবশেষে মামলার প্রধান আসামী আছলিম ওরফে গেদাইকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার কালিবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, চলতি বছরের ২৫ জুন উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে বালাগঞ্জ সদর ইউনিয়নের মজলিশপুর গ্রামের হত দরিদ্র লাল মিয়ার ছেলে ফয়সলের মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই আব্দুল হান্নান বাদি হয়ে গ্রেফতারকৃত আছলিমসহ ৫ জনের নাম উল্লেখ করে ১ জুলাই বালাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। স্থানীয়রা জানান, মামলার প্রধান আসামী আছলিমই এই হত্যাকান্ডের মূল হোতা। তাকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত জড়িতদের মুখোশ উন্মোচন হবে। নিহতের ভাই আব্দুল হান্নান বলেন, মামলার প্রধান আসামী আছলিমকে পুলিশ সঠিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করা সম্ভব। এছাড়া  মামলায় এজাহারভুক্ত আসামীদের সাথে কাজিপুর গ্রাম এলাকার আরও এক যুবক জড়িত রয়েছে বলে ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই আমাকে বলেছেন। তাই আমাদের পরিবারের দাবি সঠিক পুলিশি তদন্তের মাধ্যমে হত্যাকান্ডের সাথে জড়িত ওই যুবককে আইনের আওতায় নিয়ে আসুক। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফয়সল হত্যা মামলার প্রধান আসামী আছলিম ওরফে েেগদাইকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে আদালতের অনুমতি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।