মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ

5
সিলেটে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের সাথে অতিথিরা।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সিলেট জেলার ২০২০ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী, বার্ষিক ক্রীড়া ও গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ার সাদাত সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ.এম মাহফুজুর রহমান। এসময় স্বাগত বক্তব্য রাখেন- মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক সুব্রত রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার সুব্রত কুমার দে, পরিতোষ চন্দ্র রায় ও কম্পিউটার অপারেটর কল্পনা কানু সহ অনেক সুধীজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি