ইংরেজি ম্যাগাজিন দ্য আর্থ অব অটোগ্রাফ’র ঈদ পুনর্মিলনী

14

সিলেটের কবি ও সাহিত্য-সংস্কৃতিকর্মীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ইংরেজি ম্যাগাজিন দ্য আর্থ অব অটোগ্রাফ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
গত ২ জুন বুধবার সন্ধ্যা ৭ টায় সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
‘দ্য আর্থ অব অটোগ্রাফ’ সম্পাদক কবি ও সাংবাদিক আবদুল কাদির জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, সিলেট মহানগরের সভাপতি, সাংবাদিক ও রোটারিয়ান মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ ছড়াকার আব্দুস সাদেক লিপন (এডভোকেট), সিলেট জেলা বারের আইনজীবি সমিতির পাঠাগার সম্পাদক কবি আব্দুল মুকিত অপি (এডভোকেট), কবি ও কলামিস্ট মোহাম্মদ আব্দুল হক, ‘ন্যাচারেল সিলেট২৪ ডটকম’র সম্পাদক, কবি ও গবেষক মোস্তাক চৌধুরী প্রমুখ।
দ্য আর্থ অব অটোগ্রাফ’র ব্যবস্থাপনা সম্পাদক কবি অনিন্দ্য মোস্তাক ও কবি কামাল আহমদের যৌথ উপস্থাপনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রাকৃত প্রকাশনির সত্ত্বাধিকারী কবি মামুন সুলতান, কবি ও নাট্যকার ছয়ফুল আলম পারুল, মইনুউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মাহবুবুর রউফ (নয়ন), মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক রাজীব চৌধুরী, ঐতিহ্য সন্ধানী কাগজ ‘অনুপ্রাণন’ সম্পাদক সংগঠক মোঃ নাসির উদ্দিন, শাহজাল জামেয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক তারেক হাসান, দীপশিখা প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল এর সহকারী শিক্ষক দিলশাদ মিয়া, কম্পিউটার স্কোয়ার’র পরিচালক ও ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’র সাবেক সহযোগী সম্পাদক আহমেদ আলী আরীফ, গ্রাবআইটির পরিচালক ও ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’র ঢাকা প্রতিনিধি আজহার উদ্দিন অপু, কবি ও গীতিকার কুবাদ বখৎ চৌধুরী রুবেল, কবি সাজিদুর রহমান, কবি ও গল্পকার জেনারুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, রকিবুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি