মে মাসে সিলেট অঞ্চলে ১২১ জনের অপমৃত্যু

11

জেড.এম.শামসুল :
মে মাসে সিলেট অঞ্চলে বিভিন্ন ঘটনা-দুর্ঘটনায় প্রায় ১২১ জনের প্রাণ হানির ঘটনা ঘটেছে, এদের মধ্যে সড়ক দুর্ঘটনা, প্রতিপক্ষের হাতে, বজ্রপাতে, পানিতে ডুবে, বিভিন্ন স্থান থেকে লাশ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।
বিভিন্ন সূত্রমতে- গত ১ মে বিশ্বনাথে সংঘর্ষে সুহেল আহমদ (১৬), কমলগঞ্জে তাহমিনা (১৭) আত্মহত্যা করে, ছাতকে প্রতিপক্ষের হাতে সানি সরকার (২৪), ২ মে জৈন্তায় সড়ক দুর্ঘটনায় হোসেন আহমদ (৩৫), সাদিয়া বেগম (৩৫), সাজ্জাদ হোসেন (৪), সাবিয়া বেগম (৭), হাবিবুন্নেসা (৩৩), মালনীছড়ায় শিপন (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার, ৪ মে জৈন্তায় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নাগরিক মকবুল আলী (২৮), বানিয়াচংয়ে বজ্রপাতে রবিলাল দাস (১৬) ও লক্ষ্মী রানী দাস (৫৫) ও দোয়ারায় আব্দুল আলী (৫০), ৫ মে নগরীর সুবিদবাজারে ট্রাক চাপায় শাবি ছাত্র ছাব্বির আহমদ (২৪), মোগলাবাজারে শাহান বেগম (১৩) লাশ উদ্ধার, ওসমানীনগরে ট্রাক চাপায় মন্নান হাওলাদার (২৬), ৬ মে তাহিরপুরে দুর্বৃত্তের হাতে গ্রাম পুলিশ আব্দুর রউফ (৪৫), ৭ মে শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় শামীম মিয়া (৩৮), জগন্নাথপুরে সুমা রানী (১৮) আত্মহত্যা করে, হবিগঞ্জে ট্রাক চাপায় মোরাব মিয়া (৮), ৮ মে সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শুকুর মিয়া (৪৪), ১০ মে তাহিরপুরে পানিতে ডুবে ঈশাণ চন্দ্র (২), জামালগঞ্জে প্রতিপক্ষের হাতে স্বামী আলমগীর (৩০) ও স্ত্রী মুর্শেদা বেগম (২০), নগরীর আখালিয়ায় আখলিমা বেগম (১৭) আত্মহত্যা করে, সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জে মস্তাকিম আলী (৭৫) ও গোলাপগঞ্জে সৌরভ হোসেন (১১), ১১ মে সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জে হুমায়ুন (২৪), কানাইঘাটে নাঈম (১৬), মাঈশা (৬), কুলাউড়ায় আসুক মিয়া (৩৮), গোয়াইনঘাটে শাহাব উদ্দিন (১৮), আজমিরিগঞ্জে সংঘর্ষে কামাল মিয়া (৫৩), ছাতকে পুকুর থেকে পাপিয়া বেগম (১১) লাশ উদ্ধার, ১২ মে কোম্পানিগঞ্জে গৃহবধূ সাহানা বেগম (২০)’র লাশ উদ্ধার, বানিয়াচংয়ে নাতির হাতে নানা কালু মিয়া (৫৫), গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় শাহারিয়া (১০) ও স্বামীর হাতে আলীয়া বেগম (২৪), ১৪ মে গোয়াইনঘাটে প্রতিপক্ষের হাতে কামাল উদ্দিন (৬০), ১৬ মে জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরুন রবিদাস (১১), চানমতি রবিদাস (৪৫) ও ময়না মিয়া (৬৫), কানাইঘাটে প্রতিপক্ষের হাতে আতাউর রহমান (৬৫), সড়ক দুর্ঘটনায় গোয়াইনঘাটে ইসলাম উদ্দিন (৩০), দক্ষিণ সুরমায় বিউটি রায় (৫৪) ও রুপক (২), ১৭ মে ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নামা (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার, বড়লেখায় সংঘর্ষে আফতাব আফাক উদ্দিন (৫৬), ছাতকে জয় রায় (১৮), দিরাইয়ে সবুজ মিয়া (৫৫), আত্মহত্যা করে, কানাইঘাটে প্রতিপক্ষের হাতে আব্দুল মতিন (৬৫), নগরী থেকে অজ্ঞাত নামা (৪৫)’র লাশ উদ্ধার, ১৮ মে বজ্রপাতে নবীগঞ্জে নাসির মিয়া (১০), দোয়ারা বাজারে আবু তাহের (১৮), নগরউর পাঠানটুলায় সহপাটির ছুরিঘাতে চীনা নাগরিক ইউ ওয়েন সান সিং (৪৫), বিয়ানীবাজারে ট্রাক চাপায় ইমন আহমদ (১৬), শ্রীমঙ্গলে বস্তাবন্দি অজ্ঞাতনামা (২৫) লাশ উদ্ধার, মাধবপুরে বালতির পানিতে ডুবে সাদেক মিয়া (১), ১৯ মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাধবপুরে জীবন মিয়া (২০), ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মৌলানা আমিনুল ইসলাম (৫৫), সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সুরমায় জুনেদ মিয়া (২৬), দোয়ারাবাজারে বালতির পানিতে ডুবে নাজমুল (২), ছাতকে বজ্রপাতে সবুজ মিয়া (৩৫), ২০ মে দক্ষিণ সুরমায় ট্রাক চাপায় তাওমিদ আহমদ (২৪), ছাতকে চাচাতো ভাইয়ের হাতে আহত হয়ে মোস্তাফা আহমদ (৪০), গোয়াইনঘাটে বজ্রপাতে বাবুল মিয়া (৩৪), কোম্পানীগঞ্জে পানিতে ডুবে রবিউল হাসান (৫), ২১ মে জৈন্তাপুরে পানিতে ডুবে (১৪), নবীগঞ্জে গলায় ফাঁস লাগানো অবস্থায় নজির মিয়া (৭০) ও আব্দুল খালিক (৩৫), ২২ মে তাহিরপুরে গলাকাটা অবস্থায় জাহাঙ্গীর আলম (২৩) লাশ উদ্ধার, মাধবপুরে পানিতে ডুবে সীমান্ত দেব (১০), ২৩ মে মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়েতনয় দেব (১৫), ২৪ মে রাজনগরে সড়ক দুর্ঘটনায় আব্দুল আহাদ (৪৩), মাধবপুরে এক সন্তানের জননী মিনা রানী সরকার (২৬)’র রহস্য জনক মৃত্যু, দক্ষিণ সরমায় বাস চাপায় ফনহাদ হোসেন (১৮), ২৫ মে নবীগঞ্জের হাওর থেকে মরতুজা বেগম (৮৫) নাম্মী এক বৃদ্ধার লাশ উদ্ধার, বড়লেখায় নদীতে মায়ের সাথে গোসল করতে গিয়ে সায়েম আহমদ (৪), নগরীর নির্ভানায় সুইসিং কাটতে গিয়ে পানিতে ডুবে রৌদ্র দত্ত (১৭), কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় সাইফদ্দিন (১৮), ২৬ মে বানিয়াচংয়ে বাড়ির সীমানা নিয়ে সালিশ বৈঠকে সংঘর্ষে গোলাপজান (৬৫)’র বৃদ্ধার মৃত্যু ঘটে, ছাতকে মোটর সাইকেল দুর্ঘটনায় রাজু আহমদ (২০), জাফলংয়ে ট্রাক চাপায় অলিউল্লাহ (৫), নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলতাফ মিয়া (৩৫), মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এনামুল হক (২৫), ২৭ মে বাহুবলে ট্রেনের ছাদ থেকে পড়ে আতিক মিয়া (১৮), ফেঞ্চুগঞ্জে অজ্ঞাতনামা (২২) এক যুবকের মৃতদেহ উদ্ধার, বানিয়াচংয়ে পানিতে ডুবে মোহাম্মদ আলী (৩), চুনারুঘাটে গৃহবধূ সাহেদা বেগম (২১) ও আইরিন বেগম (২৪) রহস্যজনক মৃত্যু, নবীগঞ্জে প্রতিপক্ষের হাতে সিরাজ মিয়া (৩২) প্রাণ হারান, ২৮ মে বালাগঞ্জে দুর্বৃত্তের হাতে ইট ভাটার ম্যানেজার ধিরাজ পাল (৬০), মোগলা বাজারে রেল লাইনে অজ্ঞাত নামা (৩৪) ব্যক্তির লাশ উদ্ধার, বিয়ানীবাজারে মিলাদ আহমদ (১৬) এর লাশ উদ্ধার, দিরাইয়ে আব্বাস মিয়া (৬০) নামক এক বৃদ্ধ আত্মহত্যা করে, ছাতকে উস্তার আলী (২৭) এর মৃতদেহ উদ্ধার, ২৯ মে দক্ষিণ সুনামগঞ্জে দুর্বৃত্তের হাতে শাহিন মিয়া (৩৫), দোয়ারাবাজারে সংঘর্ষে ছিদ্দেক আলী (৫৫), বাহুবলে মোটর সাইকেল দুর্ঘটনায় শাকিল আহমদ (২৫) ও জমির উদ্দিন (৫৫), রাজনগরে পানিতে ডুবে রায়হান (৫), ৩০ মে দক্ষিণ সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ শাকিল (২৪), বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৩৫), ৩১ মে যাদুকাটা নদীতে খেয়া নৌকা ডুবে মাঝি হারিছ আলী (২৪), কানাইঘাটে গাছ থেকে পড়ে কুদরত উল্লাহ (১১), মাধবপুরে হালিমা বেগম (৫১),এর মৃতদেহ উদ্ধার, মৌলবীবাজারে দিপ্ত বনিক (২৫) আত্মহত্যা করে। ধর্মপাশায় বজ্রপাতে মসজিদের ইমাম আব্দুল খালেক (৫০) প্রাণ হারান।