জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

6

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার রুপচেং গ্রামের ফজু মিয়ার ছেলে এনাম আহমদ (২৮) ছদ্মনাম কংকাবর্তীর সাথে প্রেমের সম্পর্ক তৈরী করে। সম্পর্ক চলাকালে আসামী এনাম আহমদ বিভিন্ন সময়ে কংকাবর্তীকে নিয়ে উপজেলার আলুবাগন এবং নয়াবাড়ী গ্রামের তাহার আত্মীয় বাড়ীতে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে একাধিক বার শারীরিক মেলা মেশা করে। এক পর্যায় কংকাবর্তী গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে এনাম ঔষধ সেবন করিয়ে গর্ভ নষ্ট করে। গর্ভ নষ্ট করার পর হতে নারী লোভী লম্পট এনাম আহমদ গৌরীশংকর গ্রামের অন্য আরেকটি মেয়েকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়। অসহায় অভিযুক্ত কংকাবর্তীর আর্তনাদে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে অফিসার ইনচার্জ এনাম আহমদের বিরুদ্ধে মামলা রেকর্ড করেন। মামলা দায়ের পর হতে আসামী এলাকা হতে পালিয়ে যায়।
এদিকে আসামী এনাম আহমদকে ধরতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) কাজী শাহেদুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর তথ্য সনাক্ত করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা হতে গ্রেফতার করে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, ধর্ষনকারী এনামকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।