জুড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

9

জুড়ী থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ীতে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডে ১টি ৬ তলা ভবন, ১টি সিলেন্ডার গ্যাস, ১টি বস্তার দোকানসহ মোট ৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘটনাটি রবিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জুড়ী নাইট চৌমুহনায় ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই দিন রাতে আব্দুল করিম আলীর বস্তার দোকানে আগুন লেগে আরএন এন্টারপ্রাইজের ২টি সিলেন্ডার গ্যাসের দোকান পাশের আরো ২টি দোকানসহ ৫টি দোকান পুড়ে যায়। আগুনে সিলেন্ডার গ্যাসের বিস্ফোরণে পার্শ্ববর্তী হাজী নূর জলিল ভিলা নামক ৬ তলা ভবনের সম্পূর্ণ পুড়ে যায়। ভিলায় আগুন লাগার পর সময় যত গড়িয়েছে আগুনে তীব্রতা ততটা বেড়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে আশ-পাশের শত শত জনতাসহ স্থানীয় প্রশাসনের লোকজন আগুন নেভানুর কাজে লেগে পড়ে। খবর পেয়ে কুলাউড়া, বড়লেখা, রাজনগর ও বিয়ানীবাজার থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতা ও প্রশাসনের সহযোগিতায় প্রায় ৩ ঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ভিলা থেকে নামতে গিয়ে প্রায় ১০ জন লোক আহত হয়। ভবন স্বত্ত্বাধিকারী হাজী নূর জলিল ও অন্যান্য দোকানের মালিকদের ভাষ্যমতে, আগুনে তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। মৌলভীবাজার ফায়ার সার্ভিস উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা এর সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জুড়ী থানা অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে নিয়ন্ত্রণে রেখেছি।