জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ ॥ কঠোর আন্দোলনেই আওয়ামী অবৈধ সরকারের কবর রচনা হবে

39

BNP Sylhet City & District Micil Photo-14-02-15(1)জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ বাকশালী সরকারের কোন ষড়যন্ত্রই সফল হবেনা। মুক্তিকামী জনতার ন্যায্য দাবীর কাছে অবৈধ সরকারকে হার মেনে পদত্যাগ করতে হবে। আওয়ামীলীগের ইতিহাস বাকশালের জঘন্য ইতিহাস, আওয়ামীলীগের ইতিহাস গণতন্ত্র হত্যার নিকৃষ্ট ইতিহাস। অতীতেও বাকশালও স্বৈরাচারী সরকারের স্থান বাংলার মাটিতে হয়নি। আওয়ামীলীগকেও ইতিহাসের লজ্জাজনক পরিণতি ভোগ করেই বিদায় নিতে হবে। জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে অসহযোগ আন্দোলনেই আওয়ামীলীগের কবর রচনা হবে। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তিকামী জনতা যেভাবে গর্জে উঠেছে জনতার বিজয় অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। দেশনেত্রীর বাসায় খাবার সরবারহ বন্ধ করে আওয়ামীলীগে দেশের রাজনৈতিক ইতিহাসে যে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে তার জন্য ভবিষ্যতে জনতার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ২০ দলীয় জোটের শান্তিপূর্ণ কর্মসূচীকে দুর্বলতা ভেবে থাকলে আওয়ামীলীগ বোকার স্বর্গে বাস করছে।
গতকাল শনিবার ২০ দলীয় জোট কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মিছিলটি বাদ আছর নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এম.এ হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফ্ফার, সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা: নাজমুল ইসলাম, আব্দুল জ্জবার তোতো, বিএনপি নেতা শফিকুর রহমান, এডভোকেট মুজিবুর রহমান, সালাউদ্দিন মামুন, লায়েছ আহমদ, রায়হান আহমদ, আব্দুল হাদী মাসুম, এডভোকেট মুমিনুল হক, সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ লাকি, আব্দুল্লাহ আল মামুন সামুন, যুবদল নেতা আব্দুর রহমান, জয়নাল মিয়া, মোশতাক আহমদ, দিলওয়ার হোসাইন, রুহেল আহমদ, আজাদ মিয়া, ছাত্রদল নেতা মোবারক হোসেন তুহিন, সোহেল ইবনে রাজা, আলী আকবর রাজন, সুমন আহমদ বিপ্লব, আব্দুল বাছিত, জুনেদ আহমদ জাবেদ, খোকন ইসলাম, হাবীবুর রহমান, মিজান শেখ, সামাদ আহমদ আকাশ, মনোয়ার হোসেন, মামুনুল ইসলাম লেইছ, জিয়াউর রহমান, মোশাহিদ আলী, মখলিছ উদ্দিন, শাহজাহান আহমদ, ফখরুল ইসলাম, রাজু আহমদ, আব্দুর রহিম, হাশিম মিয়া, রফিক উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি