জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশন’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ॥ দুঃখী মানুষের কল্যাণ সাধনই জননেত্রী শেখ হাসিনার রাজনীতির মূল লক্ষ্য

9
পবিত্র মাহে রমজান উপলক্ষে জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের উদ্যোগে ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামালের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ১০টি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখছেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক।

সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, দুঃখী মানুষের কল্যাণ সাধনই জননেত্রী শেখ হাসিনার রাজনীতির মূল লক্ষ্য। আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে বলেই দেশের মানুষ আজ মহামারী করোনা ভাইরাসের সময়ও খাদ্য সামগ্রী সহ সব ধরণের সহযোগিতা পাচ্ছেন। তিনি (৫ মে) বুধবার দুপুর ২টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবকল্যাণমূলক সংগঠন জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশন উদ্যোগে ও সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামালের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ১০টি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের কল্যাণে চলমান কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চন্দ্র পাল। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল মলিক মিয়া, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, দাঊদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল হাই আতিক, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ জুবেরী সাদ, নেছার আহমদ, মোল্লারগাও আওয়ামী লীগের সভাপতি মো. মুমিনুল হক, মোগলা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানর মিয়া, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আলা মিয়া, সাধারণ সম্পাদক আখতার হোসেন, কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দীপ, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ছদরুল ইসলাম সহ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি