স্তব্ধ রাতের গল্প

18

বারী সুমন :

নীল আকাশে শাদা মেঘের ডিঙি
মেঘে মেঘে ছেয়ে গেছে গগণ, দেখা যায়না
ভানু, রাতের আকাশে দেখা মেলেনা
শশাঙ্কের।
রজনী আজ খুব ক্লান্ত, তার সমস্ত গায়ে
তমাশার চাদর।
সবকিছু কেমন যেনো ঘোর মনে হয়
দূরের কোথাও হঠাৎ হঠাৎ দু’একটা
জোনাকির আনাগোনা।
রাতের পাপিয়ারা গান করেনা
ব্যাঙ্গমা ব্যাঙ্গমীরা রাজপুত্তুর আর
কোটাল পুত্তুরের গল্প করেনা।
ঝিঁ ঝিঁ পোকারা অবরোধে নেমেছে
মৌন মিছিল নিয়ে বটতলায় সমবেত।
তারকারা আতশবাজির মতো মিলিয়ে যাচ্ছে
কুয়াশারা ক্রমেই জায়গা করে দিচ্ছে
নতুন একটি ভোরের জন্য।