৭টি ব্যবসা-প্রতিষ্ঠানকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

7

স্টাফ রিপোর্টার :
জকিগঞ্জে এক ব্যবসা-প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা ও হবিগঞ্জে ৬টি প্রতিষ্ঠানকে ১ হাজার ২শ’ টাকাসহ মোট ২ লক্ষ ৫১ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে র‌্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে এই জরিমানা করা হয়।
র‌্যাব জানায়, রবিবার দুপুর ১ টা হতে ২টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-১ কোম্পানী (হবিগঞ্জক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি লুৎফর রহমান এবং শামসুদ্দিন মোঃ রেজা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ১ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে, রবিবার বেলা ২টা হতে বিকেল ৩টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান আল আলম এবং মোহাম্মদ এমরান হোসাইন, পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,পরিবেশ অধিদপ্তর, সিলেট এর নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১টি প্রতিষ্ঠান স্ট্যান্ড ব্রিগেড সাপ্লায়ারকে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়। পৃথক অভিযানে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান।