এফআইভিডিবি’র এডভোকেসী সভায় বক্তারা ॥ করোনা মোকাবেলায় ৪টি বিষয় মানতে হবে

3
এফআইভিডিবি সংঘ প্রকল্প আয়োজিত দিনব্যাপী কোভিড-১৯ শীর্ষক অ্যাডভোকেসী সভায় বক্তব্য রাখছেন ব্লাস্টের সমন্বয়ক এডভোকেট মো: ইরফানুজ্জামান চৌধুরী।

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে অবশ্যই গুরুত্ব দিয়ে যে চারটি বিষয় মানতে হবে সেগুলো হলো, করোনার টিকা গ্রহণ, মাস্ক ব্যবহার, হাত ধোয়ার অভ্যাস ও সামাজিক দূরত্ব মানতে হবে। এছাড়া বক্তরা এই চারটি বিষয় নিয়ে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন করে তোলার জন্য কাজ করতে হবে। এছাড়া টিকা গ্রহণে গ্রামাঞ্চলের মানুষদের সচেতনতায় ধর্মীয় নেতাদের কাজ করার আহবান জানানো হয়।
মঙ্গলবার (২৩ মার্চ) নগরীর একটি হোটেলে এফআইভিডিবি সংঘ প্রকল্প আয়োজিত দিনব্যাপী কোভিড-১৯ শীর্ষক এডভোকেসী সভায় অংশ নেন সিলেটের সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মি, সুশিল সমাজের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মি ও যুব সংগঠনের প্রতিনিধিরা।
সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি সমিক শহিদ জাহানের সভাপতিত্বে ও এফআইভিডিবি’র স্পোশাল প্রজেক্ট কো-অর্ডিনেটর জিয়াউল হক শিপারের পরিচালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, ব্লাস্টের সমন্বয়ক ও প্রবীণ আইনজীবী এডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম সরকার, বাংলাদেশ টেলিভিশন সিলেটের প্রতিনিধি মুক্তাদীর আহমদ, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক চৌধুরী মিশু, জিডিএফের ব্যববস্থাপক স্বপন মাহমুদ, সিলেট মিররের ফিচার সম্পাদক সঞ্জয় কুমার নাথ, শুভ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার নবীন সোহেল, স্টাফ রিপোর্টার মবরুর আহমদ সাজু, সিসিকের কর কর্মকর্তা এমদাদুল হক, চিত্রনের চিত্রশিল্পি সত্যজিৎ চক্রবর্তি, গোল্ডেন বাংলা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মফিজুর রহমান মফি, হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি মিস মুক্তা, সংঘ প্রকল্পের যুব ফোরামের খাদিমন গরের সভাপতি লক্ষি সরকার, কান্দিগাও ইউনিয়ন সহ-সভাপতি কলি আক্তার, লালবাজার ইউনিয়ন সভাপতি সাইফুর রহমান, বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন সভাপতি আসাদ আহমদ, দৌলতপুর ইউনিয়ন সভাপতি মঈন উদ্দিন, ওসমানি নগরের তাজপুর ইউনিয়ন সভাপতি সুজন মিয়া প্রমুখ। এফআইভিডিবি’র প্রজেক্ট ম্যানেজার আরমান আহমদের শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া সভার শুরুতেই মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্টের মনিটরিং ডকুমেন্টেশন অফিসার ফারহান বিনতে হাই। এসময় এফআইভিডিবি’র কর্মকর্তা ওয়াহাব মাছুম, ওসমান, সাবিকুন নাহার, শামিমা আক্তার, আবু বকর পারভেজ, সুমন ইসলাম, তন্ময় নাথ তনু, সুমন আহমেদ অলি, রিপা তাসনিয়া, ঝুনু বসাক, নাজিয়া ফৈরদৌস, মুক্তার হোসেন করিম আহমদেসহ সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি