কমলগঞ্জের আদমপুরে অভিভাবক সমাবেশ ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

25

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নন্দ কুমার সিংহ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান-১ রিজুয়ানা ইয়াসমিন সুমী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ মুর্শেদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয় কুমার হাজরা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদমপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, জেলার শ্রেষ্ঠ শিক্ষক সুজিতা সিনহা, প্রধান শিক্ষক মামুনুর রশিদ ভূঁইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আওয়ামীলীগ নেতা এস.এম. রেজা উদ্দিন, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহিদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মেধাবৃত্তি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়।