শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করা উচিত -কাউন্সিলর রেজওয়ান আহমদ

7

সিলেট সিটি কর্পোরেশন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন; মাদরাসা শিক্ষা সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। এখানে শিক্ষা অর্জন করে একজন মানুষ দুনিয়া আখেরাতে সফল হওয়ার সঠিক পথ প্রাপ্ত হয়। মাদরাসা শিক্ষা মানুষের মাঝে মানবিক মূল্যবোধ তৈরী করে, মানুষকে নৈতিক মানুষে পরিণত করে। শিক্ষা অর্জন করেও যদি মানবিক মূল্যবোধ অর্জন না হয়, তাহলে সে শিক্ষা মূল্যহীন। আমরা মানুষের কল্যাণে কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব।
নগরীর বালুচরস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিআ সিদ্দিকিয়া আয়োজিত ২০২০ শিক্ষা বর্ষের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে তিনি আরও বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনস্বীকার্য। জামিআ সিদ্দিকিয়ায় বার্ষিক খেলার আয়োজন অবশ্যই প্রশংসাযোগ্য। তিনি জামিআর সব কার্যক্রমে সকলকে সার্বিক সহযোগিতার উদাত্ত আহ্বান জানান। জামিআর প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গবেষক সৈয়দ মবনুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পরিচালক মুফতি মনসুর আহমদ, শিক্ষক আহমেদ তোফায়েল শিকদার। শিক্ষার্থী কাওসার আহমদ এর তিলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিআর কার্যকরি কমিটির সদস্য কাওসার চৌধুরী, মাদরাসার সুধী সমাজসেবক আবুল কালাম চৌধুরী মুকুল প্রমুখ। উপ-পরিচালক মাওলানা রেজাউল হক, শিক্ষা সচিব হাফিজ মাওলানা আফতাবুজ্জামান হেলাল ও শিক্ষক মাওলানা সুফিয়ান আহমেদের যৌথ সঞ্চালনায় বিভিন্ন খেলায় ভিন্ন স্থান অধিকারী প্রায় শ’খানেক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি