পুরুষ তন্ত্রকে সমূলে উৎপাটন করতে হবে – হেলেন আহমেদ

4
বেগম রোকেয়া দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখছেন জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার চেয়ারম্যান হেলেন আহমেদ।

বেগম রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরীর উপশহরস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার চেয়ারম্যান হেলেন আহমেদের সভাপতিত্বে ও সদস্য কামরুন নাহার বেগমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আ’লীগের সভাপতি সালমা বাছিত, সহ-সভাপতি বিলকিস নুর, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রোকসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক এজেড রওশন জেবিন রুবা, যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুন, দপ্তর সম্পাদক হাসিনা মহি উদ্দিন, মহানগর আ’লীগের সদস্য শামীম আরা বেবি, ২২নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সিপা বেগম, সহ সভাপতি আছিয়া শিকদার, গুলনাহার বেগম।
সভাপতির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার চেয়ারম্যান হেলেন আহমেদ বলেন, নারীর অধিকার আদায়ে নারীকেই এগিয়ে আসতে হবে। দেশের সার্বিক উন্নয়ন করতে চাইলে নারী উন্নয়নের বিকল্প নেই। নারীকে বাদ দিয়ে মানবসম্পদ উন্নয়নের কথা কেউ ভাবলে তা হবে বোকার স্বর্গে বাস করার মতো। দেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেটা ধরে রাখতে হলে নারীকে বাড়তি কিছু সুযোগ দিতে হবে। নারীদের প্রতি সহিংসতা বন্ধ করে নারী-পুরুষ বৈষম্য দূর করতে হবে। পুরুষ তন্ত্রকে সমূলেই উৎপাটন করতে হবে। বিজ্ঞপ্তি