জগন্নাথপুরে পলো-বাওয়া উৎসবে জনতার ঢল

16

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে পলো-বাওয়া উৎসবে সৌখিন মাছ শিকারি ও উৎসুক জনতার ঢল নেমেছে। প্রতি বছরের মতো এবারো উপজেলার প্রভাকর গ্রামের বারোকা বিলে পলো-বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রভাকরপুর, হামিদপুর, মোহাম্মদপুর, ইসলামপুর, সাচায়ানী, লাউতলা, নন্দিরগাঁও, আসামপুর, চক-আছিমপুর, সোনাপুর, বনগাঁও সহ বিভিন্ন গ্রামের শতশত সৌখিন জনতা অংশ গ্রহণ করেন। এ সময় গ্রাম বাংলার জনপ্রিয় পলো-বাওয়া উৎসব দেখতে বিল পাড়ে অসংখ্য উৎসুক জনতা ভীড় জমান। এতে কম-বেশি সবাই দেশীয় প্রজাতির বিভিন্ন ছোট-বড় মাছ পেয়ে বেজায় খুশি হয়েছেন সৌখিন শিকারিরা। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ছায়াদুর রহমান বলেন, প্রতি বছরের এই দিনে আমাদের ঐতিহ্যবাহী বারোকা বিলে পলো-বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়। এবারের উৎসবে জনতার ঢল নেমেছে।