ভাসমান ব্যবসায়ীদের জন্য বৃহত্তর রায়নগরে বাজার উদ্বোধন

9
নগরীর রায়নগর এলাকায় বাজার উদ্বোধনকালে বক্তব্য রাখছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বৃহত্তর রায়নগর এলাকাজুড়ে সড়কে আর দেখা যাবে না ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি দিয়ে তরকারি বিক্রির দৃশ্য।
ভাসমান ব্যবসায়ীদের উদ্বোধন করা হয়েছে বৃহত্তর রায়নগর বাজারের।
সোমবার (১ মার্চ) সকালে রায়নগর পয়েন্ট সংলগ্ন স্থানে এই বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুর রহমান জামিল, ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল¬ুর রহমান উজ্জ্বল, সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লে¬খ্য যে, দীর্ঘদিন থেকে পথচারীদের বিঘ্ন ঘটিয়ে রাস্তার পাশে বসে মাছ-তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিক্রি করে আসছেন ভাসমান ব্যবসায়ীরা।
ওয়ার্ডবাসীর নির্বিঘ্নে পথচলার স্বার্থে রায়নগর পয়েন্ট সংলগ্ন স্থানে মাছ, তরকারিসহ একই ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল নিয়ে রায়নগর বাজার উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি