বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য মানুষকে এখন আর ঘুরতে হচ্ছে না —- মাহমুদ উস-সামাদ এমপি

8

সিলেট-৩ আসনের এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসায় বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জনগণের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য মানুষকে এখন আর ঘুরতে হচ্ছে না। আবেদন করলেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন। করোনা মহামারির সময় পৃথিবীর বিভিন্ন দেশে উৎপাদন ও উন্নয়ন ব্যাহত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দেশের উৎপাদন ও উন্নয়ন অব্যাহত রয়েছে। তিনি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বন্ধে সকলকে সচেষ্ট থাকার আহবান জানান।
এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী গত ১৩ ফেব্রুয়ারি শনিবার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে ৮ কোটি টাকা ব্যয়ে ইনডোর বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী এস.এম হাসনাত হাসানের সভাপতিত্বে ও ওয়েস আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোগলাবাজার থানার ওসি সামসুদ্দোহা, জেলা আওয়ামীলীগের সদস্য শহিদুর রহমান শাহীন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাজ্জাক হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাকারিয়াউল হক, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি ফেঞ্চুগঞ্জের ডিজিএম সন্য কুমার ঘোষ, এজিএম প্রকৌশলী সঞ্জয় কুমার ভৌমিক, এজিএম প্রকৌশলী আব্দুল্লাহ শিকদার, এজিএম প্রকৌশলী মুনতাসির মজুমদার, এজিএম (অর্থ) মোঃ মুনসুর হোসেন, আওয়ামীলীগ নেতা নাসির হোসে জহুর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি