জৈন্তাপুর সীমান্তে ১৮টি ভারতীয় গরু-মহিষ আটক

8

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তে ভারতীয় গরুর-মহিষের একটি চালান আটক করেছে ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশ ভূখন্ডে অভিযান চালিয়ে ১৫ টি ভারতীয় গরুর ও ৩ টি ভারতীয় মহিস’র চালান আটক করা হয়। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।
ভারতীয় গরু-মহিস আটকের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর বিজিবি’র ক্যাম্প কমান্ডার মুস্তাফিজুর রহমান জানান, ১৫টি গরু ও ৩টি বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। গরু চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। গরু আটকের বিষয় কাষ্টমকে জানানো হয়েছে। কাষ্টম কর্মকর্তাদের উস্থিতিতে এগুলো নিলামে বিক্রি করা হবে।