নগরীতে ৫ম দিন ভ্যাকসিন নিলেন ৪ হাজারের অধিক মানুষ

4

স্টাফ রিপোর্টার :
মহনগরীতে ৫ম দিন ভ্যাকসিন নিলেন ৪ হাজারের অধিক নারী-পুরুষ। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ১২টি, সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতালে ১টি, বিজিবি ক্যাম্পে ১টি ও র‌্যাব-৯ সদর দপ্তরে ১টি বুথে ভ্যাকসিন নেন তারা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, মহানগরীতে বৃহস্পতিবার করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন মোট ৪ হাজার ৭৫ জন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৩ শ ৬৭ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১৯৩২ ও নারী ১৪৩৫ জন।
অপরদিকে, সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে ৩ শ জন নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ২১৫ ও নারী ৮৫ জন।
এছাড়াও সিলেট বিজিবি ক্যাম্পে স্থাপিত বুথে ২৩০ জন এবং র‌্যাব-৯ সদর দপ্তরের বুথে ১৭৮ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে বিজিবি ক্যাম্পে পুরুষ ২১৬ ও নারী ১৪ জন এবং র‌্যাব-৯ সদর দপ্তরের বুথে ১৪৫ জন পুরুষ ও ৩৩ জন নারী ভ্যাকসিন নিয়েছেন।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে ৭ ফেব্রুয়ারী থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারী এই কার্যক্রমের ৫ম দিন ছিল।
নগরীতে দুটি কেন্দ্র ও ১৩টি বুথে চলছে টিকাদান কার্যক্রম। কেন্দ্র দুটি হচ্ছে- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল। এর মধ্যে ওসমানী হাসপাতালে স্থাপন করা হয়েছে ১২টি বুথ এবং পুলিশ লাইন্স হাসপাতালে ১টি বুথ। এছাড়াও সিলেট বিজিবি ক্যাম্পে এবং র‌্যাব-৯ সদর দপ্তরে স্থাপিত ১টি করে বুথে চলছে টিকাদান কার্যক্রম।