নিজে পিএসজিতে থাকবেন, এমবাপ্পেকেও চান নেইমার

19

স্পোর্টস ডেস্ক :
ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে যাবেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সেই সাথে ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকেও পিএসজিতেই ক্যারিয়ার লম্বা করার পরামর্শ দিলেন তিনি। নেইমারকে নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন উঠেছে যে, তিনি পিএসজি ছাড়তে পারেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।
এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘আমি খুশি। আমি সত্যিই খুশি। পারিপার্শ্বিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। কিন্তু ব্যাখ্যা করতে পারব না কেন? আজ আমি খুশি। আমি খাপ খাইয়ে নিয়েছি। আমি শান্ত, আমি খুশি। আমি পিএসজির হয়েই খেলে যেতে চাই।’
পিএসজিতে নেইমারের সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও সংশয় আছে। গুঞ্জন উঠেছে, তিনি এই ক্লাব ছাড়তে পারেন। তবে, এমবাপ্পেকে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করার পরামর্শ দিলেন নেইমার।
এ বিষয়ে নেইমার বলেন, ‘আমি এটাও চাই যে, কিলিয়ান পিএসজির হয়েই খেলুক। আমরা পিএসজিকে একটি গ্রেট টিম হিসেবে দেখতে চাই। আমি ফুটবল খেলে যেতে চাই এবং সুখী থাকতে চাই। এটাই সবচেয়ে গুরুত্ব্পূর্ণ বিষয়।’
তিনি বলেন, ‘এমবাপ্পের সঙ্গে আমার ভাইয়ের মতো সম্পর্ক। আমি বড়। আমরা দুজন একসঙ্গে খেলতে চাই। এমবাপ্পের কাছ থেকে সেরাটা বের করে আনতে চাই। সে সোনার ছেলে। আমি তাকে গোল্ডেন বয় (সোনার ছেলে) বলে ডাকি। তার হৃদয় অনেক বড়। আপনি জানেন যে, ফুটবলার হিসেবে সে কতটা দক্ষ। মাঠের বাইরেও সে চমৎকার একজন মানুষ।’
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল পিএসজি। এই হারের পর কেঁদেছিলেন নেইমার। এ ব্যাপারে নেইমার বলেছেন, ‘আমি এমনটা চাইনি। আমি কেঁদেছিলাম। ট্রফিটি ফ্রান্সে আনতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত পারিনি। কিন্তু সামনে অনেক সুযোগ আসবে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আশা করি, আমরা জিততে পারব। সে সদা হাসিখুশি থাকে। সে মজা করতে জানে।’
রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে লরিয়েন্টের বিপক্ষে জোড়া গোল করেন নেইমার। দুইটি গোলই আসে পেনাল্টি থেকে। তারপরও পিএসজি হেরেছে ২-৩ গোলে।