বিশ্বনাথে হাওরে ইজাদারদের হামলায় কৃষক নিহত, আহত ১৫, আটক ৩

21

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
কৃষি জমিতে পানি সেচ দিতে গিয়ে বিশ্বনাথে চাউলধনী হাওরের কান্দিকাটার খাল নামক স্থানে হাওরের ইজারাদার পক্ষের (সাইফুল ইসলাম গংদের) হামলায় ঘটনাস্থলেই ছরকুম আলী দয়াল (৭৫) নামের এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হাওরের কান্দিকাটার খাল নামক স্থানে এ হামলার ঘটনা সংঘটিত হয়েছে। হামলায় নিহত কৃষক ছরকুম আলী দয়াল উপজেলার চৈতননগর গ্রামের মৃত আকবর আলীর পুত্র।
হাওরের ইজারাদারদের হামলায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন নিহত কৃষক ছরকুম আলী দয়ালের পুত্র পাবেল মিয়া (২৫), একই গ্রামের মৃত চান্দ আলীর পুত্র ইন্তাজ আলী (৪০), আহমদ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২২), রেজাউল ইসলাম (১৮) এবং ইজারাদর পক্ষের আসাম উদ্দিন (২৬) প্রমুখ।
এঘটনায় বিশ্বনাথ থানা পুলিশ ঘটনার পর পরই অভিযান চালিয়ে ইজারাদার পক্ষের ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- উপজেলার দশঘর ইউনিয়নের টিল্লাপাড়া গ্রামের তাহিদ আলীর পুত্র আসাম উদ্দিন (২৬), মাহফুজ আলীর পুত্র হাফিজ সায়েদ আহমদ (২০) ও দশপাইকা গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র হুশিয়ার আলী (৩৬)। এর মধ্যে আসাম উদ্দিন গুরুত্বর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত কৃষক ছরকুম আলী দয়ালের ভাতিজা আব্দুল করিম জানান, তার চাচা ছরকুম আলী দয়াল বৃহস্পতিবার দুপুরে চাউলধনী হাওরের জলমহাল থেকে নিজ কৃষি জমিতে পানি সেচ করতে যান। এসময় স্থানীয় প্রভাবশালী সাইফুল ইসলামের নেতৃত্বে জলমহালের ইজাদার পক্ষের দিলোয়ার, সিরাজ, আছকির, মুজিবসহ ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল কৃষক ছরকুম আলী দয়ালকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনি (ছরকুম) মারা যান। এ সময় ছরকুম আলীকে বাঁচাতে তার পক্ষের লোকজন এগিয়ে আসলে তাদের উপরও হামলা করেন ইজাদার পক্ষের লোকজন। ওই হামলায় কৃষকের পক্ষের আরো ৪ জন আহত হয়েছেন। ঘটনার পর ছরকুম আলীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে অভিযুক্ত সাইফুল ইসলামের সাথে তার ব্যক্তিগত সেলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
কৃষক ছরকুম আলী দয়ালের নিহতের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।