ঘুম নেই চোখে

10

মাহতাব উদ্দিন :

ফেলে আসা দিন সুমধুর লাগে
নিজেকে হারাই কভু,
স্বপ্নে কখনো স্কুলে ছুটে যাই
বয়স হয়েছে তবু।
ঝড়-বৃষ্টিতে আম কুড়ানোর
স্মৃতিগুলো মনে পড়ে,
মা-আমার নিজে আচার বানিয়ে
বিলাতেন ঘরে ঘরে।
কেরোসিন তেলে কুপি-বাতি দিয়ে
লেখাপড়া বেশ হতো,
বিজলি বাতির আলো পেয়ে হালে
ফেল করে শতশত।
সাদামাটা খাটে খেজুর পাটিতে
কাটত রজনী সুখে,
দামি পালঙ্কে আয়েশি জাজিমে
ঘুম নেই আজ চোখে।