মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ ॥ বিনামূল্যে জনগণকে করোনা ভ্যাকসিন দিন

7

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, করোনা ভ্যাকসিন নিয়ে সরকার মানুষের সাথে ছিনিমিনি খেলা শুরু করেছে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অধিকমূল্যে নিম্নমানের করোনা ভ্যাকসিন ক্রয় করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। অথচ বাংলাদেশ সরকার চাইলে সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কমমূল্যে ভ্যাকসিন ক্রয় করতে পারে। স্বাস্থ্য সেবা পাওয়া নাগরিকের মৌলিক অধিকার হলেও সেই নিম্নমানের ভ্যাকসিন জনগণকে অধিকমূল্যে ক্রয় করতে বলা হচ্ছে। কিন্তু করোনাকালিন এই দুঃসময়ে জনগণকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া সরকারের নৈতিক দায়িত্ব। দুঃখজনক হলেও সত্য যে, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্যখাতে ভয়াবহ দুর্নীতির স্বরুপ জাতির নিকট ইতোমধ্যে উন্মোচিত হয়েছে। মাস্ক, পিপিই ক্রয়ে, এমনকি করোনার ত্রাণের টাকা লুটপাটের মহোৎসব জাতি দেখতে পেরেছে। বিশে^র বিভিন্ন দেশে ইতোমধ্যে করোনা ভ্যাকসিন দেয়া শুরু হলেও আমাদের দেশে ভ্যাকসিন আনতে এখনও বিলম্ব করা হচ্ছে। মহামারী টিকা নিয়ে এমন ছিনিমিনি খেলা জাতির জন্য লজ্জাজনক। অবিলম্বে সরকারকে অযৌক্তিক মূল্যে টিকা ক্রয়ের সিদ্ধান্ত প্রত্যাহার ও যৌক্তিক মূল্যে মানসম্পন্ন টিকা ক্রয় করে সকল নাগরিকের জন্য বিনামূল্যে টিকা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
তিনি বৃহস্পতিবার জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, এডভোকেট জামিল আহমদ রাজু, শফিকুল আলম মফিক, মুহাম্মদ আজিজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম ও সেক্রেটারী আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি