নারীদেরকে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে – আলহাজ্ব আশফাক আহমদ

8
সিলেট বিভাগীয় জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলার চকগ্রামে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

নারীদেরকে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। তিনি ২৭ ডিসেম্বর দুপুর ১২টায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সিলেট বিভাগীয় জেলা তথ্য অফিসের উদ্যোগে সিলেট সদর উপজেলার চকগ্রামে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল মালিক, সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার সালমা বেগম ও খাদিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ আরও বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করছেন এবং সকল শিক্ষার্থীদেরকে শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে। এসকল সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে নিজ নিজ সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন-নারীদেরকে কেবলমাত্র গৃহকাজে আবদ্ধ থাকলে চলবে না, বরং তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষ কারিগর হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই নারীদেরকে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রীর সকল উদ্যোগ সফল হবে। সিলেট বিভাগীয় জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, এনজিওকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি