নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

9

তোফাজ্জল হোসেন নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন, মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা প্রার্থীরা। মেয়র পদে ৩ জন ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রবিবার (২০ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে জেলা নির্বাচন অফিসার ও নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দেবশ্রী দাশ পার্লি। মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরী, আাওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল ও স্বতন্ত্র প্রার্থী নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন। উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রীদাশ পার্লি জানান মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনের ঘোষণ অনুযায়ী ২য় ধাপে আগামী ১৬ জানুয়ারি নবীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার শেষ দিন ২৯ ডিসেম্বর। এই পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৯৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১৩৯জন ও নারী ভোটার ৯ হাজার ৫৬০জন।