২০০ কোটি ডোজ ভ্যাকসিন দেবে কোভ্যাক্স

3

কাজিরবাজার ডেস্ক :
বিশ্বের প্রতিটি দেশ যেন ন্যায্যমূল্যে ও সুষ্ঠুভাবে করোনাভাইরাসের প্রতিষেধক পায়, সে জন্য ২০০ কোটি ডোজ টিকা সরবরাহে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি (কোভ্যাক্স)।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) নেতৃত্বাধীন এ জোট।
বিবৃতিতে কোভ্যাক্স জানায়, নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশে ২০২১ সালে ২০০ কোটি ডোজ করোনার টিকা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে তারা। এসব টিকার মধ্যে ১৭ কোটি ডোজ আসবে অ্যাস্ট্রাজেনেকা থেকে এবং ৫০ কোটি ডোজ আসবে জনসন অ্যান্ড জনসন থেকে। দুটি কোম্পানির সঙ্গেই ইতিমধ্যে তাদের সমঝোতা স্মারক সই হয়েছে। এতে বহু প্রাণ বাঁচানো যাবে এবং করোনার সংকট কাটিয়ে ওঠা যাবে বলে অভিমত তাদের।
এর আগে এক বিবৃতিতে কোভ্যাক্স জানিয়েছিল, তাদের এ উদ্যোগের সঙ্গে বিশ্বের ১৯০টি দেশ যুক্ত রয়েছে। আগামী বছরের শুরুতেই তারা সব কটি দেশে প্রথম চালানে টিকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে।