হযরত শাহজালাল (রহ.) এর ওরস উপলক্ষে এসএমপির সভা ॥ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা

16

স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর নাইওরপুল এর কনফারেন্স হলে হযরত শাহজালালাল (রহঃ) মাজারে ৭০০তম পবিত্র উরুস মোবারক উপলক্ষে আইন শৃংঙ্খলা রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (পিওএম), অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা, তোফায়েল আহমেদ (ডিএডি) ফায়ার সার্ভিস জাবেদ হোসেন, (ডিডি) ডিজিএফআই মাহমুদুর রহমান, সহকারী কমিশনার জেলা প্রশাসক কার্যালয় মো. আশরাফুল হক, এনএসআই সিলেট উপ-পরিচালক মো. শামসুজ্জোহা, সিলেট সিটি র্কপোরেশন এর প্রতিনিধি, টুরিস্ট পুলিশ এর প্রতিনিধিসহ শাহজালাল মাজার কমিটির সদস্যববৃন্দ ও বিভিন্ন হোটেল এর প্রতনিধি।
সভায় পবিত্র উরুস মোবারক চলাকালে আইন শৃংঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রন বিষয়ে আলোচনা করা হয়। মাজারের নিরাপত্তার স্বার্থে সকল সিসি ক্যামেরা সচল রাখা সহ আশেপাশের আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
এছাড়া ফায়ার সার্ভিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশানার মো. জেদান আল মুসা।