টানা ১৪ বার ফিফার বর্ষসেরা একাদশে মেসি

8

স্পোর্টস ডেস্ক :
ফিফার বর্ষসেরা দলে আবার জায়গা করে নিলেন লিওনেল মেসি। এই নিয়ে টানা ১৪ বার তিনি বিশ্ব একাদশে স্থান পেলেন। আক্রমণভাগে তাঁর সঙ্গে স্বাভাবিকভাবেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেন্টার ফরোয়ার্ড হিসেবে রয়েছেন ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়া রবার্ট লেভানডস্কি।
মাঝমাঠে বায়ার্ন মিউনিখ থেকে সদ্য লিভারপুলে যোগ দেওয়া থিয়াগো আলকানতারা। সঙ্গে আছেন কেভিন ডি ব্রুইন ও জোসুয়া কিমিচ। রক্ষণের চারজন হলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ভার্জিল ভ্যান ডিক, সার্জিও রামোস এবং আলফোনসো ডেভিস। দলের গোলরক্ষক অ্যালিসন বেকার।
বর্ষসেরা গোলরক্ষক হওয়ার লড়াইয়ে জার্মানির ম্যানুয়েল ন্যয়ারের কাছে হারলেও অ্যালিসন বর্ষসেরা দলে সুযোগ পেয়েছেন।
সবথেকে বেশি লিভারপুলের চারজন এই দলে রয়েছেন। তারা হলেন অ্যালিসন, ভ্যান ডিক, আলকানতারা, আলেকজান্ডার আর্নল্ড। এরপর বায়ার্ন মিউনিখের তিনজন রয়েছে। এছাড়া রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা এবং জুভেন্টাসের একজন করে বিশ্ব একাদশে রয়েছেন।
ফিফা বর্ষসেরা একাদশ
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল)
রক্ষণ: ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড (লিভারপুল), ভার্জিল ভ্যান ডিক (লিভারপুল), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), আলফোনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ)
মাঝমাঠ: থিয়াগো আলকানতারা (লিভারপুল), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), জোসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)
আক্রমণ: লিওনেল মেসি (বার্সেলোনা), রবার্ট লেভানডস্কি (বায়ার্ন মিউনিখ), ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস)