থানায় থানায় জামায়াতের মিছিল সমাবেশ ॥ সর্বাত্মক হরতাল পালনের মাধ্যমে দেশবাসী বিচারের নামে অবিচার প্রত্যাখ্যান করেছে

17

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে বিচারের নামে চরম অবিচার করে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মু. কামারুজ্জামানকে ফরমায়েশী মৃত্যুদন্ডের রায় দিয়ে হত্যার পরিনতি সরকারের জন্য ভালো হবে না। দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে গনমানুষের প্রিয় কাফেলা জামায়াতে ইসলামী সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। কোন  অপরাধ না করেও শুধু আদর্শিক কারণে জামায়াত নেতাদের হত্যা করে ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকার তাদের পতন ঠেকাতে পারবে না। জুলুম-নিপীড়ন, গণহত্যা ও বিচারিক হত্যার সকল ষড়যন্ত্র নস্যাৎ করে এদেশে ইসলামী আন্দোলন তার আপন গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর বিচারের নামে জামায়াত নেতাদের হত্যার জন্য আওয়ামী সরকারকে একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। সেদিন হয়তো আর বেশী দূরে নয়। টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক ও শান্তিপূর্ণ হরতাল পালন করে দেশবাসী জামায়াত নেতৃবৃন্দকে বিচারিক হত্যার বিরুদ্ধে তাদের সমর্থন ব্যক্ত করেছে।
গতকাল বৃহস্পতিবার জামায়াত কেন্দ্র আহূত ২য় দফার টানা ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে হরতাল চলাকালে সকাল থেকেই নগর জামায়াতের উদ্যোগে সিলেট মহানগরীর থানায় থানায় পৃথক স্থানে পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নগরীর কাজীটুলা, সুবিদবাজার, শাহী ঈদগাহ, শাহপরান গেইট ও দক্ষিণ সুরমা সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পৃথক মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, মাওলানা মুজিবুর রহমান, মু. আজিজুল ইসলাম, চৌধুরী আব্দুল বাছিত নাহির, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, মাহমুদুর রহমান দিলওয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি