বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দিল সিলেট জেলা পরিষদ

18
জেলা পরিষদের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মহান বিজয় দিবস উপলক্ষে সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দিচ্ছেন প্রধান অতিথি জেলা পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শাহানূর।

বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের এই মাসেই অর্জিত হয় মহান স্বাধীনতা। যা ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত। করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকির কারণে এবার সীমিত পরিসরে পালিত হবে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচী। তাই সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কাছে জেলা প্রশাসনের সহযোগিতায় উপহার পৌঁছিয়ে দিচ্ছে সিলেট জেলা পরিষদ।
বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন ও ২নং হাটখোলা ইউনিয়নে পৃথক সংক্ষিপ্ত অনুষ্ঠনের মাধ্যমে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বীর মুক্তিযুদ্ধাদের হাতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শাহানূর।
জেলা পরিষদের হিসাব রক্ষক নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী মোশাহিদ আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইশাদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষা অফিসার সুভাষ চক্রবর্তী, ইউপি সদস্য মুহিত আলম শফিক, আবুল বশর, মানিক মিয়া, মবশির আলী, আব্দুল হামিদ, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খুরশিদ আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, শিবেরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি