জগন্নাথপুরে পলো বাওয়া উৎসবে শতশত জনতার ঢল

7

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার সকালে প্রচন্ড শীত ও কুয়াশাকে উপেক্ষা করে জগন্নাথপুর পৌর এলাকার ভবেরবাজার নদীতে প্রতি বছরের মতো এবারো পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ইসহাকপুর, লুদরপুর, এনায়েতনগর, শ্বাসনহবি, বাউরকাপন, রতিয়ারপাড়া সহ বিভিন্ন গ্রামের শতশত সৌখিন জনতা অংশ গ্রহণ করেন। এবার পলোর ঝাপে ধরা পড়েছে বোয়াল, শোল, গনিয়া সহ দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ। কম বেশি সবাই মাছ পেয়ে তারা বেজায় খুশি হয়েছেন। এ সময় পলো বাওয়া উৎসব দেখতে নদী পাড়ে অসংখ্য উৎসুক জনতা ভীড় জমান।