বিজয়ের মাস ডিসেম্বর

7

জেড এম শামসুল :
আজ ৭ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর পৈতৃক বাড়ি সহ বালাগঞ্জ শত্র“মুক্ত হয়। এ ঘটনায় বালাগঞ্জবাসীর স্মরণীয় দিন। এদিন সন্ধ্যায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে একটি কোয়ালিশন সরকার গঠনের রূপরেখা প্রকাশ করেন। যেখানে বলা হয় ইউনাইটেড কোয়ালিশন পার্টির নেতা নুরুল আমীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন এবং পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো হবেন ভাইস চেয়ারম্যান। কিন্তু ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সর্বাত্মক যুদ্ধে সহযোগিতা চালায়। এদিন চীন ও যুক্তরাষ্ট্র ভারতকে যুদ্ধ থেকে বিরত রাখতে সকল অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। এদিন বিদেশীদের বাংলাদেশ ত্যাগ করার জন্য সুযোগ প্রদান করা হয়। অপর দিকে দেশের বিভিন্ন অঞ্চল শত্র“মুক্ত হতে থাকে। অধিকাংশ লাল সবুজের পতাকা উত্তোলন সহ বিভিন্ন থানা ও জেলা সদরে বাংলাদেশ সরকারের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকে।