ভারতকে হোয়াইটওয়াশ করতে চায় অস্ট্রেলিয়া

11
SYDNEY, AUSTRALIA - NOVEMBER 29: Adam Zampa of Australia celebrates dismissing KL Rahul of India during game two of the One Day International series between Australia and India at Sydney Cricket Ground on November 29, 2020 in Sydney, Australia. (Photo by Cameron Spencer/Getty Images)

স্পোর্টস ডেস্ক :
ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মত সফরকারী ভারতকে হোয়াইটওয়াশ করতে চায় অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে অজিরা। ফলে ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা দেয়ার সুযোগ এখন অ্যারোন ফিঞ্চদের সামনে।
অন্যদিকে, সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া ভারত। আজ বুধবার ক্যানবেরাতে বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।
১৯৮৪ সাল থেকে দ্বিপক্ষীয় সিরিজ খেলে আসছে ভারত ও অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ওয়ানডেতে ভারতকে হোয়াইটওয়াশ করতে পারেনি অসিরা। এবার ভারতকে হোয়াইটওয়াশের সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথমবারের মত ভারতকে হোয়াইটওয়াশের স্বাদ নিতে চায় দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়া।
সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছে অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের তুলোধুনো করে প্রথম দুই ওয়ানেডেতে যথাক্রমে ৩৭৪ ও ৩৮৯ রান করে অস্ট্রেলিয়া। দুই ম্যাচেই সেঞ্চুরি করেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।
সিরিজের শেষ ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী ভারতের ওপেনার শিখর ধাওয়ান। তিনি বলেছেন, ‘প্রথম দুই ম্যাচে আমাদের বোলাররা ভালো করতে পারিনি। টার্গেট বেশি বড় হয়ে গিয়েছিল। তৃতীয় ও শেষ ম্যাচে বোলারদের আরো ভালো করতে হবে। শেষ ম্যাচ জিততে পারলে আত্মবিশ্বাস ফিরে পাবে দল।’
অন্যদিকে, সিরিজ জয়ের টার্গেট পূরণ হওয়ায় এবার ভারতকে হোয়াইটওয়াশ করতে চায় অস্ট্রেলিয়া। দলটির মিডল-অর্ডার ব্যাটসম্যান লাবুশেন বলেছেন, ‘আমরা যেভাবে খেলছি সেটাই অব্যাহত রাখব। আক্রমণাত্মক ক্রিকেট খেলে প্রতিপক্ষকে চাপে রাখব। জয়ের ধারাটা অব্যাহত রাখতে চাই, ভারতকে হোয়াইটওয়াশ করতে চায় দল।’
সিরিজের শেষ ম্যাচে ওপেনার ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান তিনি। ফলে সাদা বলের সিরিজ থেকে ছিটকে পড়লেন ওয়ার্নার।
সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। এ পর্যন্ত ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন অস্ট্রেলিয়া। ফলে দ্বিতীয় স্থানে নেমে গেল ইংল্যান্ড। ৬ ম্যাচে ৩টি করে জয়-হারে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। ২ ম্যাচ খেলে কোনো জয় না পাওয়ায় এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি ভারত।