সকল অনাবাদি জমি চাষা বাদের আওতায় আনতে হবে — মাহমুদ উস সামাদ এমপি

10

সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, কৃষকরা হচ্ছেন দেশের চালিকা শক্তি, দেশকে এগিয়ে নিতে হলে কৃষি খাতের উন্নয়ন করতে হবে এই লক্ষকে সামনে রেখে বর্তমান সরকার কৃষি খাতে ভর্তুকি দিয়ে কৃষকদের কৃষি খাতে উৎসাহিত করেছেন। করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় দেশের অর্থনীতি কিছুটা ব্যাহত হয়েছে কিন্তু কৃষি উৎপাদন অব্যাহত থাকায় অর্থনীতিতে তেমন একটা প্রভাব পরেনি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়ায় কৃষকরা কৃষিখাতে ঝাপিয়ে পড়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো সকল অনাবাদি জমিতে ধান, গম, ভুট্টা, সরিষা, শাক-সবজি ফলন করে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে কৃষকদের প্রতি তিনি আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত ২১ নভেম্বর শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবি ২০২০-২০২১ মৌসুমে পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমদ ও সাহিদা সুলতানার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলাবাজার থানার ওসি মোঃ ছাহাবুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তারের স্বাগত বক্তব্যের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ময়নুল আহসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, মোঃ সৈয়দুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমার আচার্য্য, আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ মেম্বার, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ১৬০০ কৃষকদের মধ্যে সার, ধান, বীজ, গম, ভূট্টা, সরিষা, সুর্যমুখী সহ বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি