ভাপাপিঠা

6

সামিমা বেগম

শীত মানে ভাপাপিঠা,
খেতে লাগে ভারি মিঠা।
চাউলের গুঁড়ি নিয়ে,
আগুনের তাপ দিয়ে।

নুন-পানি দিয়ে মেখে,
কিছুকাল দেয় রেখে।
ছোট ছোট বাটি ভরে,
নেট দিয়ে গোল করে।

নারিকেল পুর থাকে,
খেজুরের গুড় রাখে।
ভাপ ওঠা তুলতুলে,
খায় সবে শীত ভুলে।

প্রতিদিন ভোরবেলা,
ভাপাপিঠা খেয়ে খেলা।
ভাপাপিঠা চায় শীতে,
ছেলে বুড়ো গায় গীতে।