ভোর দিগন্তে

11

শরীফ সাথী

নিশি রাতে আকাশ জুড়ে তারার মেলা
চাঁদের খেলা অনায়াসে মুগ্ধতা রাখে।
ভোর দিগন্তে সূর্য হেসে তপ্ত ছোঁয়া দেয় সুপ্ত শিশিরের।
গা শুকিয়ে নৃত্য করে সবুজ ডালে অবুঝ ফড়িং।
কিচির মিচির ছন্দ মুখর, বাসার ফাঁকে মুখ বাড়ায় পাখি।
দৃশ্যতে মন ভরায় হেমন্তকাল মিষ্টি সকাল।