পাকা ধান

15

রুস্তম আলী

হেমন্তের মাঠ ভরে
সোনালী পাকা ধান
ঘরে তোলার আগমনে
উচ্ছসিত কৃষাণ।
সূয্যি ওঠার আগে তাই
ঘুম থেকে ওঠে
কাস্তে হাতে কৃষাণ
ছুটে যায় মাঠে।
সারাদিন ধরে তারা
কাটে মাঠে ধান
গুনগুন মুখে তাদের
ভাটিয়ালি গান।
কাটা শেষ হলে কৃষাণ
বেঁধে আটি আটি
মাথায় ধানের বোঝা
নিয়ে আসে বাটী।
কৃষাণী নতূন ধানের
ঘরে বসে আপন
পিঠা পুলি আর ধুকির
করে আয়োজন।