দুর্নীতি, ধর্ষণের প্রতিবাদে ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে পিপলস পার্টি – বাবুল সরদার চাখারী

13
বাংলাদেশ পিপলস্ পার্টি সিলেট মহানগরের কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পিপলস্ পার্টির চেয়ারম্যান মো: বাবুল সরদার চাখারী।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী বলেন, লাগামহীন দুর্নীতি, ধর্ষণের প্রতিবাদে ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ পিপলস পার্টি কাজ করে যাবে। দেশের যেকোন পরিস্থিতিতে পিপলস পার্টি জনগণের পাশে থাকবে।
শনিবার (৩ অক্টোবর) বেলা ২টায় সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব হলরুমে আয়োজিত বাংলাদেশ পিপলস্ পার্টি সিলেট মহানগর-এর কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর পিপলস পার্টির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে কাউন্সিলে- বর্তমান স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে চাখারী বলেন, স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতার কারণে দেশের স্বাস্থ্যখাত ধ্বংসের দ্বারপ্রান্তে। স্বাস্থ্য অধিদপ্তরের একজন সামান্য ড্রাইভার শত কোটি টাকার মালিক হলে তার ডিজি কত কোটি টাকার মালিক হতে পারেন? সে বিষয়ে সুষ্ঠু তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করতে হবে। তিনি তাদের অবৈধ অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে অবিলম্বে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবি জানান সেই সাথে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
বাবুল সরদার চাখারী বলেন, দেশের বর্তমান রাজনীতির দুরাবস্থার জন্য বিএনপিই দায়ী। বর্তমান বিএনপি জিয়াউর রহমান এর হাতেগড়া বিএনপি নয়, এই দলটি দেশ ও জনগণের স্বার্থে আজ কথা বলতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ পিপলস পার্টি সেই রাজনীতির শূন্যতা পূরণ করবে।
সিলেট মহানগর পিপলস পার্টির সাধারণ সম্পাদক আব্দুস শহীদের পরিচালনায় কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির নবনির্বাচিত মহাসচিব এআরএম জাফরুল্লাহ চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম রনো, কেএম ইব্রাহীম খলিল, মো. আতিকুর রহমান, মো. আব্দুল কাদের, নাজমা আক্তার, ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, রোজি আক্তার মুন্নি, রানী শেখ, যুগ্ম মহাসচিব মো. আফতাব উদ্দিন, সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জামাল আহমেদ জুম্মান, অধ্যাপক আফজাল সাদিক, মো. নজরুল ইসলাম মাষ্টার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর ও প্রেসিডিয়াম সদস্য তালুকদার মকবুল হোসেন।
কাউন্সিলে ৩ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর পিপলস পার্টির কমিটি অনুমোদন দেওয়া হয়। তাদেরকে আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন কেন্দ্রীয় চেয়ারম্যান। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি- আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক মো. জামাল আহমেদ জুম্মান। বিজ্ঞপ্তি