জগন্নাথপুরে আমেজ বিহীন নির্বাচন, খুশি নন কেউ

30

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আর মাত্র ১৪ দিন বাকি থাকলেও জমে উঠেনি নির্বাচনী আমেজ। চারদিকে বিরাজ করছে সুনসান নিরবতা। যদিও মাঝে-মধ্যে নৌকার সমর্থনে মিছিল-সমাবেশ হলেও অন্য কোন প্রার্থীকে মাঠে দেখা যায়নি।
এ বিষয়ে স্থানীয় ভোটারদের মধ্যে অনেকে বলেন, সাবেক পৌর মেয়র আবদুল মনাফের মৃত্যু হওয়ার পর শুন্য পদে বিগত ২৯ মার্চ মেয়র পদে জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। এ সময় করোনার কারণে নির্বাচন স্থগিত হওয়ায় নির্বাচনী আমেজ নষ্ট হয়ে যায়। তখন মানুষ নির্বাচনের আশা রীতিমতো ছেড়ে দেন। এ সময় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান প্যানেল মেয়র শফিকুল হক।
তবে হঠাৎ করে আবারো নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় রীতিমতো চমকে যান পৌরবাসী। প্রার্থীরাও পড়ে যান বেকায়দায়। আগামী ডিসেম্বরে ৫ বছরের জন্য জগন্নাথপুর পৌরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে হিসেবে ১০ অক্টোবর উপ-নির্বাচন হলে মাত্র ২ মাস সময় পাবেন নব-নির্বাচিত মেয়র। এ ২ মাসে একজন মেয়র পৌরসভার উন্নয়নে কতটুকু কাজ করতে পারবেন। এছাড়া নির্বাচনে টাকা খরচ তো রয়েই গেল। এসব কারণে মেয়র প্রার্থীরা পিছিয়ে রয়েছেন। যে কারণে জমে উঠছে না নির্বাচনী আমেজ। যদিও এ নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পূর্ব থেকে নির্ধারণকৃত প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া (নৌকা), বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদ (ধানের শীষ), স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র আবদুল মনাফের ছেলে সেলিম আহমদ (জগ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হান (টেলিফোন)।