লালাবাজারে রোটারী ক্লাব অব সিলেট সিটি’র শিক্ষা সামগ্রী, মাস্ক ও গাছের চারা বিতরণ

8
রোটারী ক্লাব অব সিলেটের উদ্যোগে হযরত আবু দৌলত ও শাহ জাকারিয়া (র.) মডেল মাদরাসায় প্রতিষ্ঠান প্রধানের হাতে মাস্ক বিতরণ করছেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল ও ক্লাব প্রেসিডেন্ট আমিনুল ইসলাম।

দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোটারী ক্লাব অব সিলেট সিটি’র শিক্ষা সামগ্রী, মাস্ক, গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে বিবিদইলস্থ হযরত আবু দৌলত এন্ড হযরত শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোটারী ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটা: মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট রোটা: এস এ শফি’র পরিচালনায় শিক্ষা সামগ্রী, মাস্ক, গাছের চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট সিটি’র পাস প্রেসিডেন্ট রোটা: একেএম কামারুজ্জামান মাসুম, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সহ সভাপতি কামরুজ্জামান খান ফয়ছল, লালাবাজার হাইস্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সদস্য লায়েক আহমদ জিকু, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম, ৫নং ওয়ার্ড সদস্য জুনেদ আহমদ, মাদরাসার প্রিন্সিপাল আব্দুর রহমান সিদ্দিকী।
মাদরাসার ছাত্র আব্দুর রহমান জামীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট সিটি’র সেক্রেটারী রোটা: তানিয়া আহমদ, ট্রেজারার রোটা: আনিসুর রহমান, মাদরাসার শিক্ষক আব্দুল কাদির, শাহরিয়ার হোসেন লায়েছ, শামীমুল হক।
অনুষ্ঠান শেষে পীর ফয়জুল হক ইকবাল আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসা, বিবিদইল একাডেমীর শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, শিক্ষা প্রধানের হাতে মাস্ক ও গাছের চারা তুলে দেন। পরে রোটারী ক্লাব অব সিলেট সিটি’র নেতৃবৃন্দ ইউনিয়নের করসনা আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে করসনা বিদ্যালয় ও হযরত আব্দুল কাদির জিলানী রহ: ইসলামীক ইন্সষ্টিটিউট এর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, মাস্ক ও গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটা: মোঃ আমিনুল ইসলাম, পাস প্রেসিডেন্ট রোটা: একেএম কামারুজ্জামান মাসুম, ভাইস প্রেসিডেন্ট রোটা: এস এ শফি, সেক্রেটারী রোটা: তানিয়া আহমদ, ট্রেজারার রোটা: আনিসুর রহমান, করসনা আদর্শ প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন কমিটির সেক্রেটারী লায়েক আহমদ জিকো, ম্যানেজিং কমিটির সভাপতি রেজুওয়ান আহমদ, শিক্ষক আজিজুল হক মামুন, যুবনেতা আমিনুল হক সেপু প্রমুখ। বিজ্ঞপ্তি